ASANSOLRANIGANJ-JAMURIA

এবার জামুড়িয়ার ঘটনা, হোম আবাসিক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের পর এবার জামুড়িয়ার ঘটনা। সরকারি সাহায্য প্রাপ্ত হোম ” আশ্রয়” র আবাসিক এক বৃদ্ধর অস্বাভাবিক মৃত্যু হলো। সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে। বৃদ্ধার নাম দুলালি বাউরি (৬৬)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে ঐ বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জামুড়িয়া থানার নন্ডির বাহাদুরপুরের ” আশ্রয় ” হোমের আবাসিক দুলালি বাউরিকে সোমবার বিকেলে অচৈতন্য অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।


প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঐ বৃদ্ধা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন। হোম কতৃপক্ষ তার চিকিৎসা করছিলেন। কিন্তু সোমবার দুপুরের পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, প্রচন্ড গরমের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।


এদিকে, হোমের তরফ পঞ্চোজিৎ আচার্য এদিন জেলা হাসপাতালে বলেন, ২০২১ সালের অক্টোবর মাসে দুলালি বাউরিকে জামুড়িয়া কোন একটি এলাকা থেকে উদ্ধার করে আশ্রয়ে রাখা হয়েছিলো। গত কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। প্রসঙ্গতঃ, দিন দুয়েক আগেই আসানসোল উত্তর থানার রেলপারের পলাশবাগানে ” আশ্রয় ” হোমের আবাসিক এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছিলো। তাকে আসানসোল রেল স্টেশনের চাইল্ড লাইনের সদস্যরা গত ২৩ মার্চ অসুস্থ অবস্থায় ” আশ্রয় ” এ ভর্তি করেছিলেন। হোমে তিনি সেই অসুস্থার মধ্যে অচৈতন্য হয়ে পড়েন। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *