Bengali NewsLatestPoliticsWest Bengal

Breaking: শুভেন্দু বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, TMC কে বিদায় জানালেন

suvendu
suvendu adhikari file photo

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শুভেন্দু বিধায়ক থেকে পদত্যাগ করেছেন। টিএমসিকে বিদায় জানিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন। এর আগেও শুভেন্দু মমতা সরকার থেকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগের পরে, এটি পরিষ্কার হয়ে গেছে যে এখন তার নতুন ঠিকানা বিজেপি টিম। যার ফলে পুরো রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। গত বেশ কয়েক দিন ধরেই তাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা করা হচ্ছিল। এই সপ্তাহের শেষে তিনি বিজেপিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। টিএমসির কোন কোন নেতাকে তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন তা এখন দেখার বিষয়। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় তাকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply