প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে আসানসোল আদালতে ২৫ শে এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রচণ্ড গরমের জন্য রাজ্য সরকারের স্কুলগুলিতে জরুরি ছুটি ঘোষণার পরে, এখন পশ্চিম বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জজকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী কুমার মণ্ডল।




তিনি বলেন, প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোনো আদালতে আইনজীবীরা উপস্থিত থাকবেন না। কমার্শিয়াল কোর্ট ও কনসুম্যার কোর্টেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
- ইস্কো আধুনিকীকরণের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিপত্র দেওয়া হলো কেন্দ্রীয় স্টিল মন্ত্রীকে
- গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
- ২১ শে জুলাই ধর্মতলা চলো”র সমর্থনে আসানসোলে তৃনমুল কংগ্রেসের মিছিল, প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
- দুর্গাপুরে মার্কোনি দক্ষিণপল্লীর দূর্গা পূজার ও বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো ” উর্বশী ” র খুঁটিপুজো
- रेलपार में रक्तदान शिविर, मंत्री ने बढ़ाया उत्साह