আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের অন্যতম বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও কলকাতার বেসরকারি হাসপাতাল ” ফোর্টিস ” র সাহায্যে বৃহস্পতিবার শহরে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড়ে একটি ভবনে এই শিবির হয়। বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীরা একশো জন মানুষের বিভিন্ন ধরনের পরীক্ষা করেন।


এই প্রসঙ্গে বনিকসভার সম্পাদক বিনোদ গুপ্ত ও চেয়ারম্যান শচীন রায় বলেন, এই গরমের মধ্যে যাতে মানুষের শারীরিক অবস্থা ঠিক থাকে তারজন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। বনিকসভার সদস্যদের পাশাপাশি আশপাশের লোকেদের এই শিবিরে নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজন মতো ওষুধও দিয়েছেন। যা বনিকসভার তরফে বিনামূল্যে দেওয়া হয়েছে। তারা আরো বলেন, আগামী দিনে এই ধরনের আরো সামাজিক কাজ বনিকসভার তরফে করা হবে। অন্যদের মধ্যে ছিলেন বনিকসভার সভাপতি গৌরীশঙ্কর আগরওয়াল, মনোজ সাহা, উজ্জ্বল রায়।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *