রাজ্যের ৫ আইপিএস এর রদবদল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রদবদল করা হল রাজ্যে ৫ আইপিএস কে। পশ্চিমবঙ্গ পুলিশের ৫ ঊর্ধ্বতন আধিকারিককে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে। এডিজি ও আইজিপি
জ্ঞানবন্ত সিংকে এডিজি, (সিআইএফ) পদে নিয়োগ করা হয়েছে। নীরজ কুমার সিংকে এডিজি হোম গার্ড থেকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। দেবেন্দ্র প্রকাশ সিংকে আইজিপি ইবি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) থেকে আইজিপি ট্রাফিক করা হয়েছে। ডাঃ ভারত লাল মীনাকে আইজিপি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আইজিপি বাঁকুড়া রেঞ্জ করা হয়েছে। ডিআইজি সিভিল ডিফেন্স থেকে অজয় ​​কুমার ঠাকুরকে ডিআইজি কারেকশনাল সার্ভিসেস এর দায়িত্ব দেওয়া হয়েছে।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *