জিটি রোডে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, কাজল মিত্র : আসানসোলের কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত পেট্রলপাম্প লাগোয়া জিটিরোডে বরাকর থেকে আসানসোলগামী এক বাসের ধাক্কায় মোহাম্মেদ সুলতান নামের এক বাইক আরোহী গুরুত্বর আহত হয় । জানা গেছে ওই যুবকের বাড়ি কুলটির কুলতোড়ায়। সে পবিত্র ঈদের উৎসবে শ্বশুরবাড়ি নিয়ামাতপুরে উদ্দেশ্যে যাচ্ছিলো । এদিন দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি বাইক আরোহী কে প্রায় দশফুট টেনে নিয়ে যায়। এরপর উত্তেজিত স্থানীয় জনতা বাসটিকে ঘিরে ধরে ভাঙচুর চালায় এবং আসানসোল বরাকর রোডে ঘটে যাওয়া দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । পাশাপাশি ঘটনাস্থলে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুত্বর আহত ওই মোটরবাইক আরোহী কে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে স্থানীয় জনগণ এলাকায় উত্তেজিত হয়ে পড়লে তাদের আশ্বস্ত করতে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলার জাকির হোসেন ও প্রাক্তন এমআইসি মীর হাসিম ও পুলিশ । তাদের সামনেই উত্তেজিত জনতা রাস্তাঅবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । উপস্থিত নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ ও কুলটিথানার পুলিশ ও ACP কুলটি সুকান্তব্যানার্জী! জনগণ দাবি করতে থাকে অঞ্চলটি বরাবরই দুর্ঘটনা প্রবন এলাকা। প্রায় ছয় মাস আগেই এই অঞ্চলে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তারপরেও অঞ্চলে স্পীড ব্রেকার বা বাম্পারের দাবি করা হলেও বিষয়টি নিয়ে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অবিলম্বে এলাকায় স্পীড ব্রেকার বা বাম্পারের ব্যবস্থা করতে হবে বলে দাবি করেন । প্রায় এক ঘন্টা এই পথঅবরোধ চলতে থাকে!শেষে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় ।
- Burnpur Road Race 2025 : आकाश राय एवं संध्या यादव, बिक्रम बाउरी और अदिति रजक प्रथम
- Asansol : चिटफंड के नाम पर विभिन्न राज्यों से करोड़ों की ठगी !
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश