আসানসোল মেয়রের নেতৃত্বে পুরনিগম দলের শহর পরিদর্শন, বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ( Asansol News Today ) আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুরনিগমের একটি দল মঙ্গলবার আসানসোল শহর পরিদর্শন করে। মুলতঃ শহরের জিটি গীর্জা মোড় থেকে লোকো ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশ পরিদর্শন করা হয়। কিভাবে সরকারি জায়গায় বেআইনি দখল রয়েছে, তা দেখতেই মেয়রের নেতৃত্বে এদিনের পরিদর্শন। যা নিয়ে বেআইনি দখলদারদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা গেছে গেছে, বেআইনি দখলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুর প্রশাসন। এ নিয়ে এদিনই মেয়র বিধান উপাধ্যায় পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । এরপরেই মেয়রের নেতৃত্বে দল শহর পরিদর্শনে বেরোন। মেয়রের সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সুব্রত অধিকারী, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু প্রমুখ।




আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বে আইনি দখল উচ্ছেদ করতে তৎপরতা শুরু করেছে। রমজানকে সামনে রেখে এক মাস সময় পেরিয়ে গেলেও এখন কঠোর ব্যবস্থা নেওয়ার মুডে কর্পোরেশন প্রশাসন। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। এরপর অভিযান পরিচালনার নির্দেশ জারি করেছেন কর্পোরেশন সচিব। মেয়র কয়েকদিনের জন্য দখলমুক্ত অভিযান স্থগিত রাখতে বলেছিলেন। তবে এবার তা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন।
একটি নির্দেশে বলা হয়েছে, আসানসোল পুরনিগম বারবার সতর্ক করার পরেও সরকারি জমি থেকে অবৈধ দখলদাররা সরছেন না। সেইজন্য আগামী ২৮ ও ২৯ এপ্রিল পুর প্রশাসনের চিহ্নিত প্রায় ২০০টি অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে গীর্জা মোড় থেকে বিএনআর মোড় পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ৫০ জন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনআর মোড় থেকে জিটি রোডের আপার চেলিডাঙ্গা ভলভো বাস স্ট্যান্ড থেকে গীর্জা মোড় পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। আর ২৯ এপ্রিল বিএনআর মোড় থেকে জুবিলী মোড় পর্যন্ত ১৫০ জন্য দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিন এই প্রসঙ্গে মেয়র বলেন, সরকার জমিতে কোন বেআইনি দখলদার বরদাস্ত করা হবেনা। যে দোকান আছে সেখানেই তা থাকবে। বাইরে বেআইনি নির্মাণ করা যাবে না। আমরা সবাই আসানসোলের মানুষ। তাই এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব সবারই। মেয়র আরো বলেন, পুরনিগম শহর সাজাতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
- West Bengal School Reopen : स्कूल कब खुलेंगे, निर्देश जारी
- প্রাকৃতিক দূর্যোগের প্রভাব আটকাতে ভাবনা, গ্রাহকদের আরো উন্নত পরিসেবা দিতে উদ্যোগী ইন্ডিয়া পাওয়ার
- হরি মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক
- CITU का 54 वां स्थापना दिवस : बर्नपुर में रक्तदान शिविर
- ADPC : हीरापुर थाना व ट्रैफिक गार्ड की ओर से रक्तदान शिविर