BARABANI-SALANPUR-CHITTARANJAN

এলোকোয়েন্ট ষ্টীল প্রাইভেট লিমিটেড শাকম্বরি গ্রূপ এর তরফে বৃদ্ধাশ্রমে দৈননদিন রেশন সামগ্রী প্রদান

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের অন্তর্গত হিন্দুস্তান কেবল পুনর্বাসন সমিতির উদ্যোগে নির্মিত একটি বৃদ্ধাশ্রমে বেশ কিছু খাদ্য সামগ্রী দিল এলোকোয়েন্ট ষ্টীল প্রাইভেট লিমিটেড শাকম্বরি গ্রূপ।বুধবার সন্ধ্যের দিকে শাকম্বরি গ্রূপ তরফে ইডি কর্পোরেট এস কে সাচয়ন,গ্রূপ এইচ আর হেড মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ,ইউনিট এইচ আর হেড মনোজ কুমার মিশ্র ,হিন্দুস্তান কেবল পুনর্বাসন সমিতির বৃদ্ধাশ্রমে যান সেখানে আশ্রমের আবাসিক ও আশ্রম পরিচালক সুভাষ মহাজন এর সঙ্গে দেখা করেন। তাদের হাতে চাল, আলু,সয়াবিন,নুন ,ডাল ,তেল, বিস্কুট , ও মসলা সহ বহু সামগ্রী তুলে দেন । এই সব খাদ্য সামগ্রী পেয়ে আবাসিকরা খুব খুশি।আশ্রম পরিচালক সুভাষ মহাজন বাবু বলেন, প্রায় করোনা কাল থেকে দুই একজন বৃদ্ধ বৃদ্ধা নিয়ে এই আশ্রম শুরু হয় সেদিন থেকে আজ প্রায় তিরিশ জন বৃদ্ধ বৃদ্ধা এখানে বসবাস করছেন তাদের সকল দায়িত্ব হিন্দুস্থান কেবেলস পুনর্বাসন সমিতি নিয়েছে ।তবে বিভিন্ন মানুষ এখানে এসে
সাহায্য করেন।

আজ এলোকোয়েন্ট ষ্টীল প্রাইভেট লিমিটেড শাকম্বরি গ্রূপ এর তরফে বেশ কিছু আধিকারিক এসেছিলেন।তারা তাদের সাধ্যমত খাদ্য সামগ্রী দিলেন।আশ্রমের আবাসিকদের এই সামগ্রী অনেকটাই সহায়ক হবে।
ইউনিট এইচ আর হেড মনোজ কুমার মিশ্র বলেন, এলোকোয়েন্ট ষ্টীল প্রাইভেট লিমিটেড শাকম্বরি গ্রূপ সবসময় মানুষের সহায়তা করে ও মানুষের পাশে থাকে আর সেইকথা ভেবেই শাকম্বরি গ্রূপ এর সি এস আর ফান্ড থেকে আজ এই বিতরণ কর্মসূচি
আজকে কিছু খাদ্য
সামগ্রী দিয়ে গেলাম। ভবিষ্যতে আবার দেওয়ার চেষ্টা করব।
এদিন শাকম্বরি গ্রূপ এর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেনব সালানপুরে ব্লকের সমাজসেবী ভোলা সিং ,বৃদ্ধাশ্রম এর সভাপতি সুভাষ মহাজন সহ আরো অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *