মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষ, মৃত ১, জখম ১
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি রাজা বন্দোপাধ্যায় ও মনোজ শর্মাঃ* মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো একজনের। জখম হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির থানার অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ি ভাটাস সংলগ্ন ইসিএল অফিসের সামনে। মৃত যুবকের নাম জানা যায়নি। আসানসোল জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্গাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের ভর্তি যুবকের নাম সুকু মূর্মূ ( ৩৬)। তার বাড়ি অন্ডাল থানার বহুলার জামবাঁধে।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বারাবনি থানার রুনাকুড়া ঘাট থেকে আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের দিকে যাচ্ছিলো। অন্যদিকে দুই যুবক দোমোহানির দিক থেকে রুনাকুড়াঘাটের দিকে যাচ্ছিলো। সেই জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ির ভাটাস মোড়ের কাছে ঐ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষনা করেন। আহত সুকু মূর্মুকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ওয়ার্ডে । ঘটনাটিকে ঘিরে কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট হয়। পরে বারাবনি থানার পুলিশ কিছুক্ষুনের মধ্যে সেই যানজর সরিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
- আসানসোলে ভাড়াটিয়ার চাপ ও আর্থিক দেনায় হাতের শিরা কেটে ও এ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা, মায়ের মৃত্যু, জখম ছেলে, তদন্তে পুলিশ
- Asansol : महिला की रहस्यमय मौत, बेटा गंभीर, जांच को पुलिस
- ত্রিকোণ প্রেম থেকে বিবাদে গলা কেটে খুন, মূল অভিযুক্ত ধৃতকে জেরা করে উদ্ধার স্কুটি ও ছুরি
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি