মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষ, মৃত ১, জখম ১
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি রাজা বন্দোপাধ্যায় ও মনোজ শর্মাঃ* মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো একজনের। জখম হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনির থানার অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ি ভাটাস সংলগ্ন ইসিএল অফিসের সামনে। মৃত যুবকের নাম জানা যায়নি। আসানসোল জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্গাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালের ভর্তি যুবকের নাম সুকু মূর্মূ ( ৩৬)। তার বাড়ি অন্ডাল থানার বহুলার জামবাঁধে।



পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বারাবনি থানার রুনাকুড়া ঘাট থেকে আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ের দিকে যাচ্ছিলো। অন্যদিকে দুই যুবক দোমোহানির দিক থেকে রুনাকুড়াঘাটের দিকে যাচ্ছিলো। সেই জামগ্রাম পঞ্চায়েতের কাঁটাপাহাড়ির ভাটাস মোড়ের কাছে ঐ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষনা করেন। আহত সুকু মূর্মুকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ওয়ার্ডে । ঘটনাটিকে ঘিরে কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট হয়। পরে বারাবনি থানার পুলিশ কিছুক্ষুনের মধ্যে সেই যানজর সরিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार