আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ঘাটতি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত সহকারী সুপারের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের টান বা ঘাটতি রয়েছে। চাহিদা মতো রক্তের যোগান দিতে কার্যত নাকাল অবস্থা জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষের। এমন অবস্থায় শুক্রবার থ্যালাসেমিয়া আক্রান্ত ৪ বছরের এক শিশুকে রক্ত দিলেন জেলা হাসপাতালের সহকারী সুপার ভাস্কর হাজরা। এদিন বেলা তিনটের পরে সহকারী সুপার ভাস্কর হাজরা বি পজিটিভ রক্ত দেন। পরে সেই রক্ত জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আসানসোল জামুড়িয়ার বাহাদুরপুরের বাসিন্দা বেলি রায় নামে ঐ শিশুকে দেওয়া হয়। সেই রক্ত পাওয়ার পরে ঐ শিশুর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিন সকালে শারীরিক কিছু সমস্যা হওয়ায় বেলি রায়কে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে ভর্তি করেন। ডাঃ শ্রীরুপা ভট্টাচার্য তাকে পরীক্ষা করে বুঝতে পারেন যে, তাকে বি পজিটিভ এক ইউনিট রক্ত দিতে হবে। কিন্তু তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, এই গ্রুপের রক্ত ব্লাড ব্যাঙ্কে নেই। এরপর তিনি সবাইকে বিষয়টি জানান। তারপরই ঐ শিশুর জন্য রক্ত দিতে এগিয়ে আসেন সহকারী সুপার ভাস্কর হাজরা। তিনি বলেন, এমন একটা অবস্থায় একজন মানুষের যা করা উচিত তাই করেছি। শিশুটি ভালো আছে।
এদিকে জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস ও ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, রক্তের যোগান দিতে খুব সমস্যা হচ্ছে। এমন অবস্থায় আমাদের সবার কাছে আহ্বান এইভাবে এগিয়ে আসুন।
- পশুবলি নিষিদ্ধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ হাইকোর্টের : অবশেষে বোল্লা কালী মন্দিরে বলি নিয়ে কাটল জটিলতা
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের
- Mamata Banerjee : अवैध कोयला – बालू पर करें कार्रवाई, जो पैसा ले रहा वह समझे, किसी को ना छोड़े
- पार्वती टीचर्स ट्रेनिंग इंस्टीट्यूट में आर्ट आफ लिविंग का चार दिवसीय शिविर
- দামোদরে ডুবে মৃত্যু ধানবাদের তিন স্কুল পড়ুয়ার