প্রয়াত সতনাম সিং ওরফে রাজু বক্সার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : প্রয়াত হলেন বার্নপুর শান্তি নগরের বাসিন্দা সতনাম সিং ওরফে রাজু বক্সার। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি প্রয়াত হন।
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার চিকিৎসাও চলছিল। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।




সতনাম সিং আসানসোলের সাধারণ মানুষের কাছে রাজু বক্সার নামে পরিচিত ছিলেন। কারণ বক্সিংয়ে অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছেন সতনাম সিং। আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে ছিলেন রাজু বক্সার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আইএনটিইউসি নেতা হরজিত সিংয়ের ছোট ভাই এবং যুব নেতা গুরদীপ সিং ওরফে সানির সম্পর্কে কাকা ছিলেন।
- मुख्यमंत्री ममता बनर्जी ने कभी भेदभाव नहीं किया : मलय घटक
- Asansol : बिल्डरों को आधुनिक तकनीक की जानकारी दी मुंबई की संस्था ने
- Durgapuja 2025 : मार्कोनी दक्षिणपल्ली और बंगाल अंबुजा उर्वशी दुर्गापूजा की खूंटी पूजा
- धन ही नहीं, दिशा भी ज़रूरी है – निवेश के 5 अटल नियम
- ইস্কো আধুনিকীকরণের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিপত্র দেওয়া হলো কেন্দ্রীয় স্টিল মন্ত্রীকে