আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র নিয়ে কাটলো জটিলতা, শপথ বুধবার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পুরনিগম ভোট হওয়ার এক বছরেরও বেশি সময় পরে আসানসোলের দুই ডেপুটি মেয়র নিয়ে জটিলতা কাটলো। পুর প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যপাল সই করায় দুই ডেপুটি মেয়র নিয়ে গত ৪ মে বৃহস্পতিবার রাজ্য সরকারের আইন দপ্তর একটি গেজেট নোটিফিকেশন করেছে। তাতে সাক্ষর করেছেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। গেজেটে বলা হয়েছে, এখন থেকে ‘ ডেপুটি মেয়র” র পরিবর্তে ” ডেপুটি মেয়র্স ” বলা হবে।রবিবার সন্ধ্যায় মেয়র বিধান উপাধ্যায় বলেন, চারদিন আগে ডেপুটি মেয়র নিয়ে সরকারি নোটিফিকেশন হয়েছে। আর কোন সমস্যা নেই।
সোমবার এই ব্যাপারে বৈঠকে বসে সব ঠিক করা হবে। আগামী বুধবার শপথ নেবেন আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র।আর এরপরেই আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যানদের পরে এবার দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণের প্রস্তুতিও শুরু হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভোট হয়। তৃনমুল কংগ্রেস সেই ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করে। তারপর কয়েকদিনের মধ্যে দলের তরফে মেয়র হিসাবে বিধান উপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে অমরনাথ চট্টোপাধ্যায়ের পাশাপাশি দুই ডেপুটি মেয়র হিসাবে ঘোষণা করেছিল ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ঘটক ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিমুল হকের নাম। রাজ্যের মধ্যে আসানসোল পুরনিগম প্রথম যেখানে দুই ডেপুটি মেয়র করা হয়েছিলো। মেয়র ও চেয়ারম্যান শপথ নিলেও কিন্তু দুই ডেপুটি মেয়রকে শপথগ্রহণ করানো যায়নি। কারণ এর জন্য আইন সংশোধন করতে হতো। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনে একজন ডেপুটি মেয়র হওয়ার উল্লেখ রয়েছে। মন্ত্রী সভায় পাশ হওয়ার পরে, তা বিধান সভা হয়ে আইন সংশোধন হয়ে তা তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে যায়। কিন্তু রাজ্যপাল সই না করায়, তা আইনে রুপ নিতে দেরী হচ্ছিল।
শেষ পর্যন্ত বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ফাইলে সই করায় পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনে সংশোধনীর বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার। ৪ মে জারি করা সেই নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে যে এখন রাজ্যে কর্পোরেশন বা পুরনিগমে একজনের পরিবর্তে দুজন ডেপুটি মেয়র থাকতে পারবেন।