RANIGANJ-JAMURIA

প্রাক্তন খনি কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এক গৃহস্থের পরিবারের সকল সদস্যদের যাত্রা দেখতে যাওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে ঘটল দুঃসাহসের চুরির ঘটনা। ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার হিজল গড়া গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার রাত্রে হিজল গড়ার ধর্মরাজ মন্দির প্রাঙ্গনে চলছিল যাত্রা অনুষ্ঠান, আর সেই যাত্রা দেখতে প্রাক্তন খনি কর্মী নীলকমল ভট্টাচার্যর বাড়ির সকল সদস্যরা, চলে যান বাড়ির দরজা-জানলা বন্ধ করে। এরপরই যাত্রার মাঝে রাত্রি এগারোটা নাগাদ নীলকমল বাবুর ছেলে মৃণাল ভট্টাচার্য বাড়ি এসে দেখেন বাড়ির সদর দরজা ভেতর থেকে লাগানো রয়েছে, বিষয়টি দেখে তিনি তড়িঘড়ি পেছন থেকে দরজা খুলে দেখেন দরজার তালা ভাঙ্গা।

বাড়িতে ঢুকে দেখেন বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। বাড়ির মধ্যে থাকা দুটি লোহার আলমারি ভেঙ্গে তার মধ্যে থাকা বেশ কয়েক ভরি সোনার অলংকার ও বাড়ির মধ্যে থাকা বেশ কিছু নগদ টাকা, চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি দেখে অথচকিত হয়ে পড়েন তারা। মুহূর্তেই সেখানে থাকা সিভিক ভলেন্টিয়ার দিলে কেন্দা ফাঁড়ির পুলিশ কে খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply