জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, আসানসোলে : আগামী 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি।রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠকে একথা বলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি।তিনি কাঁকসা হয়ে এসে বারাবনিতে রাত্রিবাস করবেন।তাই এই কর্মসূচি নিয়ে এদিন এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।




এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন পঞ্চায়েত নির্বাচনে কোলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে।এমনকি প্রার্থীর ফর্ম কোলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে।এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কোলকাতা থেকে করা হবে।
- उर्दू शायर दिवंगत तस्लीम नियाजी की किताब का विमोचन
- আইএসএল লিগ জয়, মোহনবাগান অধিনায়ককে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স’ র
- দুর্গাপুরে বেহাল দশা রাস্তার, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ বিজেপির
- আসানসোল পুরনিগম এলাকায় তৈরি হবে ৯৩টি ইউপিএইচসি, জমি ও পরিকাঠামো নিয়ে বৈঠক
- দুর্গাপুরের দুটি আবাসনে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য, তালা ভেঙে লুঠ নগদ ও গয়না, সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ