জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, আসানসোলে : আগামী 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি।রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠকে একথা বলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি।তিনি কাঁকসা হয়ে এসে বারাবনিতে রাত্রিবাস করবেন।তাই এই কর্মসূচি নিয়ে এদিন এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।



এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন পঞ্চায়েত নির্বাচনে কোলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে।এমনকি প্রার্থীর ফর্ম কোলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে।এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কোলকাতা থেকে করা হবে।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग