জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, আসানসোলে : আগামী 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় জন সংযোগ যাত্রা কর্মসূচি করতে আসছেন অভিষেক ব্যানার্জি।রবিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এক দলীয় বৈঠকে একথা বলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন 16 ই মে পশ্চিম বর্ধমান জেলায় আসছেন অভিষেক ব্যানার্জি।তিনি কাঁকসা হয়ে এসে বারাবনিতে রাত্রিবাস করবেন।তাই এই কর্মসূচি নিয়ে এদিন এই বৈঠক করা হয়েছে।এদিনের বৈঠকে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন পঞ্চায়েত নির্বাচনে কোলকাতা থেকে প্রার্থীর তালিকা করা হবে।এমনকি প্রার্থীর ফর্ম কোলকাতা থেকে ফিলাপ হয়ে আসবে।এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা কোলকাতা থেকে করা হবে।
- আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
- স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান
- আসানসোলে জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর
- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক, খুনের অভিযোগে দেহ আটকে বিক্ষোভ পরিবারের,
- ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু! উত্তেজনা