বার্ণপুরে বাইককে বাঁচাতে গিয়ে চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, আহত ২
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরে বৃহস্পতিবার সকালে একটি পথ দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী আহত হয়। এই ঘটনার জেরে বার্ণপুরের ধোবী কলোনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত মোটরসাইকেল চালক সহ ২ জনকে বার্ণপুর ইস্কো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে বার্ণপুর ইস্কো কারখানার স্যানিটারি অফিস থেকে কোন এক চিকিৎসকের চারচাকা গাড়ি আপার রোডের দিকে যাচ্ছিলো। সেই সময় একটি মোটরসাইকেল আপার রোড থেকে স্যানিটারি অফিসের দিকে যাচ্ছিলো। ধোবি কলোনির কাছে আচমকাই মোটরসাইকেলটি দ্রুত গতিতে চারচাকা গাড়ির সামনে চলে আসে। গাড়ির চালক সংঘর্ষ এড়াতে ব্রেক করল চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ততক্ষণে মোটরসাইকেলটি চলে আসায় সেটি গাড়ির নীচে চাপা পড়ে যায়।
দূর্ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায়।এরপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ২ জনকে উদ্ধার করে বার্নপুর ইস্কো হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঘটনার সময় চিকিৎসক গাড়িতে ছিলেন না। দুটি গাড়িকেই আটক করা হয়েছে।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार