বার্ণপুরে বাইককে বাঁচাতে গিয়ে চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, আহত ২
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরে বৃহস্পতিবার সকালে একটি পথ দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী আহত হয়। এই ঘটনার জেরে বার্ণপুরের ধোবী কলোনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত মোটরসাইকেল চালক সহ ২ জনকে বার্ণপুর ইস্কো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে বার্ণপুর ইস্কো কারখানার স্যানিটারি অফিস থেকে কোন এক চিকিৎসকের চারচাকা গাড়ি আপার রোডের দিকে যাচ্ছিলো। সেই সময় একটি মোটরসাইকেল আপার রোড থেকে স্যানিটারি অফিসের দিকে যাচ্ছিলো। ধোবি কলোনির কাছে আচমকাই মোটরসাইকেলটি দ্রুত গতিতে চারচাকা গাড়ির সামনে চলে আসে। গাড়ির চালক সংঘর্ষ এড়াতে ব্রেক করল চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ততক্ষণে মোটরসাইকেলটি চলে আসায় সেটি গাড়ির নীচে চাপা পড়ে যায়।
দূর্ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায়।এরপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ২ জনকে উদ্ধার করে বার্নপুর ইস্কো হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঘটনার সময় চিকিৎসক গাড়িতে ছিলেন না। দুটি গাড়িকেই আটক করা হয়েছে।
- আসানসোল আর্য সংঘের ৩৩ বছরের কালিপুজো, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
- Asansol : ओल्ड स्टेशन कल्चरल क्लब की काली पूजा का मंत्री एवं डीएम की उपस्थिति में भव्य उद्घाटन
- Asansol आर्य संघ काली पूजा एकता की मिसाल, मंत्री ने किया उद्घाटन
- আসানসোলে আপকার গার্ডেন কালিপুজোর উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
- TMC MINORITY CELL पुन: जिला अध्यक्ष बने मोनू