ASANSOL

মাইথন থেকে জল ছাড়া বন্ধ ডিভিআরআরসির


বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ
বাংলার দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায় হেভি রেনফল বা অতিমাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। যে কারণে খরিফ চাষের জন্যে জলের কোন সমস্যা নেই। তাই রাজ্য সরকারের আবেদন মেনে মাইথন থেকে জল ছাড়া বন্ধ করলো ডিভিআরআরসি বা দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন।

মাইথনের ডিভিআরআরসির মেম্বার সেক্রেটারি শশী রাকেশ শুক্রবার বিকেলে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, ২৬ আগষ্ট সকাল ছটা থেকে পশ্চিমবঙ্গ সরকারের দামোদর হেড ওয়ার্ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আবেদন মতো মাইথন থেকে জল ছাড়া আপাততঃ বন্ধ করা হচ্ছে। তবে নিয়ম মেনে প্রতিদিন পাঞ্চেত জলাধার থেকে দেড় হাজার একর ফুট জল ছাড়া হবে।


প্রসঙ্গতঃ, রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা করে গত আগষ্ট মাসের শেষ দিক থেকে নিম্ন দামোদর অববাহিকায় বিভিন্ন জেলায় খরিফ চাষের জন্যে মাইথন থেকে জল ছাড়া শুরু হয়েছিলো। কিন্তু গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান , হুগলি সহ একাধিক জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই কারণে শুক্রবার সকালে রাজ্য সরকারের তরফে ডিভিআরআরসিকে একটি চিঠি দিয়ে জল ছাড়তে মানা করা হয়।

Leave a Reply