আসানসোল জেলা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে পালিত হলো ” আন্তর্জাতিক নার্স দিবস “। এদিন সকালে আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নার্সিং স্টাফদের তরফে। এদিন শুরুতে প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জ্বালানো হয় প্রদীপ। ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। শেষে এক রক্তদান শিবিরে মোট ১৯ জন রক্তদান করেন।

ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডেপুটি সুপার কঙ্কন রায়, ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, সহকারী সুপার সৃজিত মিত্র, ভাস্কর হাজরা ও মমতাজ চৌধুরী, নার্সিং সুপার তারকদাসী মন্ডল, সিস্টার ইনচার্জ মল্লিকা মজুমদার সহ অন্যান্যরা। সুপার বলেন, এমন একটা দিন যথাযথ মর্যাদার সঙ্গে আসানসোল জেলা হাসপাতালে পালন করা হলো। সিস্টার বা নার্সেরা যাকে তাদের আদর্শ হিসাবে মানেন সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন একইসঙ্গে রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি ও সালানপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *