আসানসোল গ্রামের সুভাষ সমিতির ৭৫ তম বর্ষপূর্তিতে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে । জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির কারণে শিল্পাঞ্চলের রোগীরা চরম সমস্যায় পড়েছেন।
রবিবার সন্ধ্যায় আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন আসানসোল গ্রামের ঐতিহ্যমন্ডিত সুভাষ সমিতি ক্লাবের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের পাশে দাঁড়াতে একটি অনন্য উদ্যোগ নেওয়া হয়। এই সংগঠনের যুক্ত সমস্ত সদস্যরা এদিন সুভাষ সমিতি প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন সুভাষ সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষী মিলিয়ে ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ( নন মেডিক্যাল) ও সুভাষ সমিতির একজিকিউটিভ কমিটি সদস্য কঙ্কন রায়, সুভাষ সমিতির প্রেসিডেন্ট অসিত বরণ রায়, সম্পাদক সমর রায়, বাচ্চু রায়, পুষ্কর রায়, দেবব্রত রায়, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মী ঋদ্ধিশ রায় ছাড়াও রক্তদান আন্দোলনের কর্মী পুলক চক্রবর্তী, সোহেল সহ সুভাষ সমিতি ক্লাবের অন্যান্য সদস্যরা।
এমন একটা রক্তদান শিবির আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। যে কারণে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সমস্যায় পড়ছেন। ফলত তারা প্রভূত সমস্যার শিকার হচ্ছেন। তাই এদিন সুভাষ সমিতির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতি বছর তারা রক্তদান শিবিরের আয়োজন করেন। কিন্তু রক্তসঙ্কটের কারণে এবার একটু আগেই তারা এই শিবিরের আয়োজন করেছেন। তারা জানান, শিবির থেকে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। এবার সুভাষ সমিতির ৭৫ তম বর্ষপূর্তি। তাই এই বছর বাড়তি গুরুত্ব রয়েছে তাদের। পাশপাশি সামাজিক একটি দায়িত্ব রয়েছে। ফলে সুভাষ সমিতির সদস্যরা ছাড়াও আসানসোল গ্রামের সমস্ত মানুষ ও শুভাকাঙ্খীরা এগিয়ে তাদের দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন। এই সংকটকালে অন্যান্য সংগঠনকেও এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে সুভাষ সমিতির তরফে।
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
- ” मेरे पापा !..श्रेया सुमन “
- Raniganj Master Plan पैकेज में होगा बदलाव, पीएचई काटेगा अवैध कनेक्शन