জেলা জজ বিজয়েশ ঘোষালের বদলি, আইনজীবীদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল জেলা আদালতের বর্তমান জেলা জজকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আসানসোল জেলা আদালতের কয়েকজন আইনজীবী বার অ্যাসোসিয়েশন ভবনে বিদায় সম্বর্ধনা দেন। ওইসময় আইনজীবীরা তাকে ফুলের তোড়া ও উপহার দিয়ে বিদায় জানান। অতিরিক্ত জেলা জজ (প্রথম) মনোজ কুমার প্রসাদ ছাড়াও বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তিওয়ারি, সেক্রেটারি বাণী কুমার মণ্ডল, অভিজিৎ রায়, চন্দন চ্যাটার্জি, রতন কুমার দুবে, সনাতন ধারা, মণিপদ্ম ব্যানার্জী, অনুপ মুখার্জি, শান্তনু ব্যানার্জী, রীতা কবি, অনিন্দিতা মুখোপাধ্যায়, রাইমা, হেমন্ত কুমার পান্ডে, রবীন্দ্রনাথ মিশ্র, বিনোদ চৌহান, অশোক ঘোষ, দীপক সাহা, সঞ্জয় শর্মা, দিন্ময় আচার্য, রঞ্জন প্রসাদ নোনিয়া, অভয় গিরি প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।














আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা জজ বিজয়েশ ঘোষালকে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে। শিগগিরই তিনি তার পদ গ্রহণ করবেন। অন্যদিকে সোমবার আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশনে জেলা বিচারক বিজয়েশ ঘোষাল গিয়ে সেখানে সকলের সঙ্গে দেখা করে বিদায় জানান। বস্তুত উল্লেখ্য, ১৫ ই সেপ্টেম্বর প্রাক্তন জেলা জজ সুনির্মল দত্তকে আইনজীবীরা বিদায় সম্বর্ধনা জানিয়েছিলেন।
- চারচাকা থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার
- Cash Recovery : नाका चेकिंग में पुलिस की बड़ी कार्रवाई, दो अलग-अलग जगहों से नकद और संदिग्ध सामान बरामद
- पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस की 78 सदस्यीय नई जिला समिति घोषित, सभी नेताओं को खुश रखने की कोशिश
- SAIL ISP ठेका कर्मी की सिर कटी लाश मिलने से सनसनी, परिवार को मुआवजा व नौकरी का आश्वासन
- সেল আইএসপিতে কর্মরত ঠিকা কর্মীর মাথা কাটা দেহ উদ্ধার, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি


