ASANSOL

বৈশাখের শেষ দিনে ” কাল বৈশাখী”র তান্ডব, ঝড়ে ভেঙে পড়লো গাছ ও বিদ্যুতের খুঁটি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ বৈশাখ মাসের শেষ দিন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে কাল বৈশাখীর তান্ডব। সোমবার দুপুর তিনটের পরে আচমকাই আসানসোল মহকুমা জুড়ে ভয়ংকর ধুলো ঝড় শুরু হয়। তারপর সামান্য বৃষ্টি হয়। তাতে গত কয়েক দিন ধরে চলা ভয়ংকর গরম থেকে কিছুটা হলেও রেহাই মেলে শিল্পাঞ্চলের মানুষদের। তাপমাত্রার পারদও কিছুটা কমে।
তবে এই ঝড়বৃষ্টির জেরে গোটা মহকুমা জুড়েই নেমে আসে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়। ঝড়ের গতিবেগ অনেক বেশি থাকায় রাস্তার ধারে বেশকিছু বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়।


রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আসানসোলের ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুমন মাজি এদিন সন্ধ্যায় জানান, সবমিলিয়ে ১৪ টি বিদ্যুতের খুঁটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে চারটি বিদ্যুতের খুঁটি মেরামত করা সম্ভব হয়েছে। বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজ চলছে। চেষ্টা করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা যায়।
অন্যদিকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ঝড়বৃষ্টির সময় পুরভবনেই ছিলাম। বেরোনোর সময় আসানসোল স্টেশন রোডে একটি গাছের ডাল ভেঙে পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে পুর ইঞ্জিনিয়ারদের খবর পাঠাই। তিনি আরো বলেন, পুরনিগমের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।


পশ্চিম বর্ধমান জেলার ডিপিআরডিও বা বিপর্যয় মোকাবেলা দপ্তরে আধিকারিক তমোজিৎ চক্রবর্তী বলেন, বেশ কিছু গাছ পড়ে যাওয়া ,বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া ছাড়াও গ্রামীণ এলাকায় কিছু কিছু বাড়িরও ক্ষতি হয়েছে। রূপনারায়ণপুরে বিহার রোডের উপর বড় বড় দুটি গাছ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ ধরে আন্তরাজ্য যানবাহন বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *