রানীগঞ্জ থানার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে শুরু হয়েছে থানাতে থানাতে রক্তদান কর্মসূচি। বৃহস্পতিবার এ বিষয়ের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধের কথা মাথায় রেখে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হল। যেখানে এদিন রাণীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত নিজে রক্তদান করে এই কর্মসূচির শুভ সূচনা করেন।




এদিন রাজ্য সরকারের ব্লাড ব্যাংক শাখার এসি কোচ বাস রানীগঞ্জ থানা চত্বরে এসে উপস্থিত হয়ে মোট ৫৬ ইউনিট রক্ত সংগ্রহ করে। এই রক্তদান কর্মসূচিতে, ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্তর রক্তদানের পর বহু পুলিশকর্মী ও রানীগঞ্জ এলাকার বহু যুবক, যুবতী অংশ নেয় এই রক্তদানে। যেখানে এদিন সকল রক্তদাতাদের গোলাপ ফুল, ফুলের তোড়া, দিয়ে সম্মানিত করেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জির সাথেই, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ, বল্লভপুর ফাঁড়ির আইসি শিলাদিত্য ব্যানার্জি, রানীগঞ্জ বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, রানিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব, আইএনটিটিইউসির শহর সভাপতি জ্যোতি সিং, স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, আকতারি খাতুন সহ তৃণমূলের বহু যুবনেতা কর্মীরা।
এদিনের এই রক্তদান কর্মসূচি প্রসঙ্গে এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি জানান রক্তদান একটি মহতি দান, যার ঋণ কখনো শোধ করা যায় না, আর সেই রক্তদানে যুব প্রজন্ম এভাবে এগিয়ে আসা, খুবই প্রশংসনীয় বলেই দাবি করেন তিনি। এদিন সকল রক্তদাতাদের শংসাপত্র দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে।
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 11लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी
- রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির