RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ শহরে ORS বিলি করল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : খনি শহরে ORS বিলি করলো, রুরাল মেডিকেল প্র্যাকটিশেনার।এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে বাড়ি থেকে বাইরে বের হওয়া একেবারে দুরহ হয়ে উঠেছে। আর তারই মাঝেই যে সকল মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন নিজের প্রয়োজনীয় কাজে, তারা যেন আগুনের গোলা ছুড়ে দেওয়া সূর্যের তাপকে উপেক্ষা করেই, করে চলেছেন নিজের প্রয়োজনীয় কাজ। সেসব বিষয়গুলিকে মাথায় রেখেই এবার রানীগঞ্জের দীর্ঘদিন থেকে সমাজসেবার কাজে নিবিড়ভাবে যুক্ত থাকা গ্রামীণ চিকিৎসক দল যা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে পরিচিত। সেই দলের সকল সদস্যরা এবার রানীগঞ্জ ব্লক শাখার পক্ষ থেকে, রানীগঞ্জের জাতীয় সড়কের ধারে তারবাংলা মোড় এলাকায় একটি ক্যাম্প করে, বিলি করল লিকুইড ও পাউচবন্দি প্রায় ৫ হাজার প্যাকেট ORS, উদ্যোক্তাদের দাবি এই প্রচন্ড গরমের দাবদাহ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ও এই গরমে ডিহাইডেশনের কারণে শরীরের লবণের পরিমাণ কম হয়ে যাওয়ার বিষয়কে লক্ষ্য করে, তারা নুন চিনি মিশ্রিত বিশেষ এই দ্রবণটিকে পানীয় জলের সাথে মিশিয়ে খাওয়ার জন্য তুলে দিচ্ছেন সকলের হাতে। এর মাধ্যমে মানুষ অনেকটাই সুস্থ থাকবে বলেই দাবি তাদের।

এ বিষয়ের প্রেক্ষিতে এদিন পথ চলতি বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে, রিকশাচালক, টোটোচালক, সহ বহু যাত্রীদের ও পথচারীদের এই ORS এর প্যাকেট তারা বিলি করেন তারা। একইসঙ্গে পুলিশ প্রশাসনের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদেরকেও এই ওআরএস এর প্যাকেট তুলে দেন। উদ্যোক্তাদের তরফে সংস্থার জেলা স্তরের নেতৃত্ব বিকাশ রাউত জানান, শুধুমাত্র এই খনি অঞ্চল রানীগঞ্জেই নয়, তারা গ্রাম গঞ্জ ও অন্য সকল শহর গুলিতেও এ ধরনের ORS বিলির উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য এই রুরাল মেডিকেল প্র্যাকটিশনারা বছরের বিভিন্ন সময়ে চিকিৎসকদের সাথেই, তাদের সহায়তার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন। করোনা মহামারী কালে এই সকল সদস্যরা নিজেদের জীবনকে বাজি রেখে গ্রামে গঞ্জে বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন, যা এই রুরাল মেডিকেল প্র্যাকটিশেনার নিরলস প্রচেষ্টার বিষয় লক্ষ্য করলেই স্পষ্ট হয়। এদিনের এই বিশেষ পরিষেবা প্রদানের সময়কালে তাদের মাঝে এসে উপস্থিত হন রানীগঞ্জ আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডাক্তার এরশাদ আহমেদ। তিনি এদিন এই বিশেষ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *