বিজেপির টার্গেট লোকসভা নির্বাচন, দুই সাংসদের উপস্থিতিতে জেলা কার্যকারিনী বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ টার্গেট ২০২৪ এ আসানসোল লোকসভা কেন্দ্রে জয়। এই লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা। এই জয় কি করে আসবে, তার রুপরেখা তৈরি করতে বুধবার আসানসোলে ২ নং জাতীয় সড়ক লাগোয়া জেলা অফিসে জেলা কার্যকারিনী বৈঠক হয়। বৈঠকে ছিলেন দুই সাংসদ সৌমিত্র খাঁ ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এছাড়াও ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল ও লক্ষণ ঘোড়ুই, আসানসোল জেলা ইনচার্জ বিজয় ওঝা, দুই বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা।




বৈঠক শেষে সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় পাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার আসানসোল তথা বাংলার জন্য অনেক কেন্দ্রীয় প্রকল্পে কাজ করছে। মানুষের কাছে গিয়ে আমরা আরো এইসব কাজের কথা তুলে ধরবো।
জেলা সভাপতি দিলীপ দে বলেন, এটা নিয়ম মাফিক জেলা কার্যকারিনী বৈঠক। রাজ্যের কার্যকারিনী বৈঠকের পরে নির্দিষ্ট দিনে তা করতে হয়। সবদিক নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে । বিশেষ করে কেন্দ্র সরকারের ৯ বছর পূর্তিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা কি ভাবে করা হবে, তার একটা রুপরেখা তৈরি করা হয়েছে।
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
- आसनसोल क्लब में मिशन हॉस्पिटल का निःशुल्क स्वास्थ्य कैंप
- আসানসোলে জুনিয়র স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা