পশ্চিম মেদিনীপুরে জন সংযোগ যাত্রা: ১৪ জন সত্যাগ্রহী শহিদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন
বেঙ্গল মিরর, পশ্চিম মেদিনীপুর : সোমবার, তৃণমূলে নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৩তম দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ১৪ জন শহিদকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক এবং মাল্যদান করেন।
১৯৩০ সালের ৬ জুন দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগর গ্রামে ব্রিটিশ পুলিশের গুলিতে ১৪ জন লবণ সত্যাগ্রহী শহিদ হয়েছিলেন।













মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ব্রিটিশরাজের জারি করা লবণ করের প্রতিবাদে লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের স্মরণ করেন। এই শহিদদের আদর্শে উদ্বুদ্ধ হয়েই তৃণমূলে নব জোয়ার সমস্ত বাধা পেরিয়ে অংশগ্রহণমূলক প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তোলার পথ প্রশস্ত করবে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে অবশ্যই বেছে নিতে পারেন, তা নিশ্চিত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে সংশ্লিষ্ট কর্মসূচি পালন করছেন।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग





