West Bengal

পশ্চিম মেদিনীপুরে জন সংযোগ যাত্রা: ১৪ জন সত্যাগ্রহী শহিদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন

বেঙ্গল মিরর, পশ্চিম মেদিনীপুর : সোমবার, তৃণমূলে নব জোয়ার প্রচার কর্মসূচির ৩৩তম দিনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা ১৪ জন শহিদকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক এবং মাল্যদান করেন।
১৯৩০ সালের ৬ জুন দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগর গ্রামে ব্রিটিশ পুলিশের গুলিতে ১৪ জন লবণ সত্যাগ্রহী শহিদ হয়েছিলেন।



মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ব্রিটিশরাজের জারি করা লবণ করের প্রতিবাদে লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের স্মরণ করেন। এই শহিদদের আদর্শে উদ্বুদ্ধ হয়েই তৃণমূলে নব জোয়ার সমস্ত বাধা পেরিয়ে অংশগ্রহণমূলক প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তোলার পথ প্রশস্ত করবে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে অবশ্যই বেছে নিতে পারেন, তা নিশ্চিত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে সংশ্লিষ্ট কর্মসূচি পালন করছেন।

Leave a Reply