ASANSOL

আসানসোলে “বুলু চ্যাটার্জি ক্রিকেট অ্যাকাডেমি” – র উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: বৃহস্পতিবার বিকেলে আসানসোলের মহিশিলা কলোনি বয়েজ হাইস্কুলের মাঠে আসানসোলের প্রয়াত সমাজসেবী ও ব্যবসায়ী সুব্রত ওরফে বুলু চ্যাটার্জির নামে “বুলু চ্যাটার্জি ক্রিকেট অ্যাকাডেমি” – র উদ্বোধন করা হয়। পিসিসি এবং সিআরএস মেমোরিয়াল ক্রিকেট অ্যাকাডেমিও এই ক্রিকেট অ্যাকাডেমি নির্মাণে সহযোগিতা করেছে।
এদিন ক্রিকেটে অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত বুলু চ্যাটার্জির পুত্র শঙ্কর ওরফে ঋজু চ্যাটার্জি ও পত্নী ঝুমা চ্যাটার্জি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানস দাস, কোচ দীপঙ্কর সোম ওরফে রন্টি, সৌমেন চ্যাটার্জি, নবনীতা ব্যানার্জী, শুভদীপ ঠাকুর, দেবশ্রী মজুমদার, দ্বীপ ব্যানার্জী সহ অনেকেই।



এই অ্যাকাডেমি প্রসঙ্গে শঙ্কর ওরফে ঋজু চ্যাটার্জি ও ঝুমা চ্যাটার্জি বেঙ্গল মিরর কে বলেন, এই এলাকায় অনেক ক্রিকেট একাডেমি আছে।তবে এই ক্রিকেট একাডেমিতে খেলোয়াড়রা যে সুযোগ-সুবিধা পাবেন তা সবার থেকে আলাদা হবে। তারা আরো বলেন, একজন খেলোয়াড়ের উন্নতি করতে সবচেয়ে বড় বাধা আর্থিক সংকট। শঙ্কর চ্যাটার্জি আশ্বাস দেন যে কোনো খেলোয়াড়কে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আর্থিকভাবে কোনো সমস্যা হতে দেওয়া হবে না। এই ক্রিকেট একাডেমি আগামী দিনে এই অঞ্চলের সেরা ক্রিকেট একাডেমীতে পরিণত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।



এদিকে মহিশিলা বয়েজ হাইস্কুলের টিচার ইনচার্জ কৌশিক সরকার তার বক্তব্যে প্রথমে প্রয়াত বুলু চ্যাটার্জিকে স্মরণ করেন। তিনি বলেন, তার পুত্র শঙ্কর চ্যাটার্জির প্রচেষ্টায় এই ক্রিকেট একাডেমি শুরু হল। কোচ দীপঙ্কর সোম ওরফে রন্টির প্রশংসা করে তিনি বলেন যে এই ক্রিকেট একাডেমিটি যেভাবে গড়ে উঠেছে তাতে তিনি আশা করেন আগামী দিনে এই ক্রিকেট একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে খেলোয়াড়রা শুধু রাজ্য পর্যায়েই প্রতিযোগিতায় অংশ নেবে না, এমনকি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি আনবে।
এছাড়া দীপঙ্কর সোম ওরফে রন্টি বলেন স্বর্গীয় বুলু চ্যাটার্জি বিভিন্ন সমাজসেবার পাশাপাশি খেলাধুলার প্রতিও যথেষ্ট আগ্রহী ছিলেন। সেক্ষেত্রে তার নামে এই ক্রিকেট একাডেমি গড়ে ওঠায় তিনিও ভীষণভাবে আনন্দিত এবং একাডেমিকে আরো উন্নততর করবার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *