ASANSOL

তৃণমূল কংগ্রেসে আবার ধাক্কা, ৩ প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ আসানসোল পৌরনিগমেের বিদায়ী কাউন্সিলর বাপি হুইলার, অমিত তুলসিয়ান, সাধন পাল এবং বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক বুধবার বিজেপির কলকাতার হেস্টিংস অফিসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, স্পোকসপারসন শমীক ভট্টাচার্য, আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি র উপস্থিতিতে যোগদান করলেন বিজেপিতে।

বেঙ্গল মিরর সকালে সংবাদ প্রকাশ করেছিল যে আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। এই যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন তৃণমূলের নীতির সঙ্গে খাপ খাওয়াতে না পারায় উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই বিজেপিতে চলে আসতে চাইছেন। আমরা তাদের স্বাগত জানাচ্ছি।

উল্লেখ্য, বাপি হুইলার ২০১৫ সালে বিজেপির হয়ে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের নেতা উৎপল সিংহ কে পরাজিত করেছিলেন। এরপরে তিনি তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারির প্রভাবে টিএমসিতে যোগ দিয়েছিলেন। এখন জিতেন্দ্র তিওয়ারি যখন বিজেপিতে যোগ দিলেন, বাপি বিজেপিতে ফিরে এলেন।

Leave a Reply