খনি কর্মীর কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রহস্যময় ভাবে খনি কর্মীর কয়লা খনির গহবরে কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে এক মৃত্যুর ঘটনাকে ঘিরে, ব্যাপক চাঞ্চল্য ছড়াল, সাতগ্রাম এরিয়ার নিমচা চার নম্বর পিঠের কয়লা খনি চত্বরে। বৃহস্পতিবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত এই ঘটনা ঘিরে উত্তেজিত খনি সংগঠনের, ট্রেড ইউনিয়ন গুলির সদস্যরা, খনিকর্মী ও মৃতের পরিজনেরা, কয়লা খনির ডুলিতে মৃত ওই খনি কর্মীর দেহ ফেলে রেখে বিক্ষভে সরব হয়। পরে শ্রমিক সংগঠনের সকল সদস্যরা ইসিএলের খনি আধিকারিকদের দীর্ঘক্ষন ঘিরে ধরে তাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য চাপ দিলে, খনি আধিকারিকেরা ঐ খনি কর্মীর যে সকল ক্ষতিপূরণ বর্তমান সময়ে রয়েছে, তা দেওয়ার লিখিতভাবে প্রতিশ্রুতি দিলে, শ্রমিক সংগঠনের সদস্যদের আন্দোলন স্বাভাবিক হয়।




ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার কয়লা খনি ৪ নম্বর পিঠে, নাইট শিফটে কর্মরত ঘন্টা ম্যান, বছর পঞ্চান্নর রঞ্জিত গোপ, কয়লা খনির নিচে ডুলি নামা তোলার কাজ করার সময়ই খনি গহ্বরে রহস্যময় ভাবেই দুর্ঘটনা শিকার হয়। আর এই খবর খনি কর্মীরা পাওয়ার পরপরই তা ইসিএল ম্যানেজমেন্ট কে জানালে এদিন সকাল থেকেই ঐ খনি কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কয়লা খনি চত্বরে। বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা এদিন ওই খনি কর্মীর মৃত্যুর ঘটনার পর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ঘটনায় যুক্তদের, উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করে দীর্ঘক্ষন খনি চত্বরে বিক্ষোভ দেখায়।
শেষমেশ ইসিসিএলের সাত গ্রাম এরিয়া কর্তৃপক্ষ,ও ইসিএলের নিমচা আর কোলিয়ারির এজেন্ট কয়লা খনির শ্রমিক সংগঠনের সকল সদস্যদের সঙ্গে বৈঠক করে, ওই খনি কর্মীর ছোট ছেলেকে কয়লা খনিতে কর্মসংস্থান দেওয়ার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। একই সাথেই নতুন ভাবে গৃহীত কয়লা খনির ১১ তম বেতন চুক্তি অনুসারে যে ক্ষতিপূরণ ওই খনি কর্মীর পরিবারকে দেওয়ার কথা রয়েছে, সেই চুক্তি ও বলবত করা হয় এদিনের এই বৈঠকে। আর এরপরই বিক্ষোভকারীরা ঐ খনি কর্মীর দেহ, ডুলি থেকে তুলে নেওয়ায় স্বাভাবিক হয় পরিস্থিতি।
- “90% निवेशक नहीं बना पाते करोड़ों का पोर्टफोलियो – क्या आप भी उनमें से एक हैं ?
- আসানসোলে ছিনতাইয়ের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ৪, উদ্ধার ২ লক্ষ টাকা
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 2लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी
- রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট