চৈতালি তিওয়ারি হলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা চৈতালি তিওয়ারিকে বিজেপি মহিলা মোর্চার রাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্তে শিল্পাঞ্চলের বিজেপি সমর্থকদের মধ্যে খুশির হাওয়া ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/06/IMG-20230604-WA0022-490x500.jpg)
বস্তুত উল্লেখ্য গত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আইনজীবী চৈতালি তিওয়ারি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রবল রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও জয়লাভ করবে। সর্বদা বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত তিনি। বিজেপি নেতৃত্ব আশাবাদী যে এমন একজন সাবলীল আইনজীবী নেতাকে বিজেপি মহিলা মোর্চার কার্যনির্বাহী সদস্য করার মাধ্যমে শিল্পাঞ্চলে বিজেপির সংগঠন আরও মজবুত হবে।
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम