চৈতালি তিওয়ারি হলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা চৈতালি তিওয়ারিকে বিজেপি মহিলা মোর্চার রাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই সিদ্ধান্তে শিল্পাঞ্চলের বিজেপি সমর্থকদের মধ্যে খুশির হাওয়া ।
বস্তুত উল্লেখ্য গত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আইনজীবী চৈতালি তিওয়ারি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রবল রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও জয়লাভ করবে। সর্বদা বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত তিনি। বিজেপি নেতৃত্ব আশাবাদী যে এমন একজন সাবলীল আইনজীবী নেতাকে বিজেপি মহিলা মোর্চার কার্যনির্বাহী সদস্য করার মাধ্যমে শিল্পাঞ্চলে বিজেপির সংগঠন আরও মজবুত হবে।
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
- ” मेरे पापा !..श्रेया सुमन “
- Raniganj Master Plan पैकेज में होगा बदलाव, पीएचई काटेगा अवैध कनेक्शन