পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা, আগামী ৮ ই জুলাই নির্বাচন, একদফায় হবে
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে আগামী
৮ জুলাই।এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন। এক দফাতেই সম্পন্ন হবে পঞ্চায়েত ভোট। এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব বলেন, ‘‘দার্জিলিং এবং কালিম্পংয়ে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই, শনিবার। মনোনয়ন জমা ৯ জুন থেকেই।’’













প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠায়। যদিও প্রথমেদিকে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহা।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের
মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১১ জুলাই, মঙ্গলবার। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
- Asansol: छठव्रतियों में साड़ी एवं पूजा सामग्री वितरण
- বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সচেতনতা র্যালি
- আসানসোলে ৩৫০ কোটি টাকার কেলেঙ্কারি, শাসক দলকে একযোগে আক্রমণ বিজেপি ও কংগ্রেসের
- Asansol करोड़ों के घोटाले में तहसीन प्यादा, बड़ा खिलाड़ी कोई और : कांग्रेस
- দুর্গাপুর ধর্ষণ কান্ড : ধৃত ৫ জনকে সনাক্ত করতে টিআই প্যারেড, উপ – সংশোধনাগারে নির্যাতিতা





