মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে আবারও উত্তপ্ত বারাবনি, সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন শনিবার আবারও উত্তপ্ত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বর। এদিন এখানে সিপিএমের প্রার্থীর ডিসিআর নিতে কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রেফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।




উল্লেখ্য, শুক্রবারের এই বারাবনি বিডিও অফিসে সিপিএমের ১৫ প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিলো শাসক দলের বিরুদ্ধে। ঐ ঘটনা নিয়ে সিপিএমের তরফে জেলাশাসক ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিলো। শনিবারও এমন কোন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিলো। সিপিএমের অভিযোগ, এদিন সকাল থেকেই বারাবনি বিডিও অফিস ঘিরে রেখেছিলো তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা। পুলিশ থাকলেও, তারা কিছু করেনি। পুলিশের সামনেই তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা সিপিএমের কর্মীদের বাধা দিলে, সংঘর্ষের চেহারা নেয়। সিপিএমের বারাবনি এরিয়া সম্পাদক তপন দাস বলেন, দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়। তৃনমুল কংগ্রেসের লোকেরা দু/তিনজনকে মারধর করেছে। তবে আমরা সেই বাধা উপেক্ষা করে বিডিও অফিসে ঢুকেছি।
তবে, শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করা হয় নি।
- सीसीटीवी फुटेज से पकड़ाए 2 बाइक चोर, 5 बाइक बरामद
- Lions Club दुर्गापुर का स्थापना समारोह, अध्यक्ष राकेश भट्टड़ समेत 40 सदस्यों ने ली शपथ
- বালি বোঝাই তিনটি ট্রাক আটক, ৩ লক্ষ টাকা ফাইন আদায় বিএলআরও দপ্তরের
- বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
- এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট