তৃণমূল কংগ্রেস ৫১ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের সম্মানিত করা হলো
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : শনিবার সন্ধ্যায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের
৫১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সন্মানিত করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক , বরো চেয়ারম্যান দেবাশীষ সরকার, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাজীব মুখার্জী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখার্জি, আসানসোল ব্লক ১ এর সহ সভাপতি ভানু বোস, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর অনন্ত মজুমদার , দীপক তলাপাত্র, রঞ্জিত গাঙ্গুলী সহ এলাকার বহু তৃণমূলকর্মী। পাশাপাশি সম্মানিত হওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।














এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন।
- DRM Asansol विवाद पर विराम ? विनीता श्रीवास्तव को मिली यह जिम्मेदारी
- पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन शिल्पांचल शाखा द्वारा जरूरतमंदों में कंबल वितरण
- আসানসোলে গঙ্গাসাগরে যাওয়া ভক্তদের জন্য খোলা হলো শিবির
- আসানসোলে ” আমাদের পাড়া, আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে কাজের উদ্বোধনে মন্ত্রী
- Asansol महावीर संचालन के लिए बनेगी 25 सदस्यीय कमेटी

