ASANSOL

পঞ্চায়েত নির্বাচন: বিনা বাধায় আসানসোল মহকুমাশাসক কার্যালয়ে মনোনয়ন জমা ৪ টি জেলা পরিষদের ৮ সিপিএম প্রার্থীর

বেঙ্গল মিরর, আসানসোল,  রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বলতে গেলে কোন রকম বাধা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হলো না সিপিএমের প্রার্থীদের।
সোমবার সকালে আসানসোলে মহকুমাশাসক কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার ৪ টি ব্লকের জেলা পরিষদের লড়াইয়ে থাকা ৮ সিপিএম প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন।


মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিন ছিলো সোমবার। এদিন তাই আসানসোল মহকুমাশাসক কার্যালয়ে চত্বর সহ আশপাশের এক কিলোমিটার পর্যন্ত কড়া পুলিশ ঘেরাটোপ ছিলো। করা হয়েছিলো ড্রপগেট ও ব্যারিকেড।
প্রসঙ্গতঃ পশ্চিম বর্ধমান জেলার আটটি ব্লকের ১৮ টি জেলা পরিষদ আসনের জন্য নির্বাচন ঘোষণার পরের দিনই জেলা বামফ্রন্টের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিলো। ১৮ জনের মধ্যে ১৬ জন সিপিএমের ও বাকি ২ জন সিপিআইয়ের।
উল্লেখ্য, আটটি ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র জমা নেওয়া হচ্ছে বিডিও বা ব্লক অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *