এরিয়া হাসপাতালের বাথরুমে খনি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এরিয়া হাসপাতালের বাথরুমে খনি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য। রানীগঞ্জের কুনুস্থোড়িয়া এরিয়ার বাঁশড়া এরিয়া হাসপাতালে এক খনি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এই রহস্য মৃত্যুর তদন্তের দাবি করে ও মৃতের পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবার সোচ্চার হল শ্রমিক সংগঠন গুলি। সোমবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা। যেকোনো রূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে পুলিশ ও ইসিএল নিরাপত্তা রক্ষীরা মোতায়েন থাকে হাসপাতালের চারপাশে। শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বারংবার দাবি করেন এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।




ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারিতে কর্মরত খনি কর্মী বছর ৪০ এর বাপি মুচি, বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগেই বাঁশড়া এরিয়া হাসপাতালে ভর্তি হয়, পরে সোমবার সকাল নাগাদ ঐ খনি কর্মীকে হাসপাতাল কর্মীরা চারিপাশে দেখতে না পেয়ে খোঁজ তল্লাশি করতেই, ওই খনি শ্রমিকের ঝুলন্ত দেহ লক্ষ্য করা যায় হাসপাতালে শৌচাগারে। ওই ব্যক্তির দেহটি একটি গামছায় ঝুলন্ত অবস্থায় ওই গেটের মধ্যে ঝুলতে দেখা যায় সোমবার সকালে। পরে এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পরই পুলিশ প্রশাসন ও ই সি এল আধিকারিকদের সাথেই ইসিএল এর শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও মৃতের পরিজনেরা লক্ষ্য করে, ক্ষোভে ফেটে পড়ে। তারা এদিন এই রূপ ভাবে মৃত্যুর ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন করার সাথেই, দিনভর এরিয়া হাসপাতালের চিকিৎসক ও খনি আধিকারিকদের ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ এর জেরে স্তব্ধ হয়েছে হাসপাতালের কাজকর্ম। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে এখন।
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत
- Changes From 1st july 2025 : पैन कार्ड, रेलवे, बैंकिंग, गैस सिलेंडर और क्रेडिट कार्ड नियमों में बदलाव
- कम उम्र में ही दिल की बीमारियां और हार्ट अटैक के कारण अस्वास्थ्यकर जीवनशैली : डॉ. अनुराग गुप्ता