জেনেক্স এক্সোটিকা সোসাইটিতে দুর্গাপূজার জন্য খুঁটি পূজা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের কুমারপুরে “জেনেক্স এক্সোটিকা সোসাইটি” – র দুর্গাপূজাকে সামনে রেখে পূজা প্যান্ডেল নির্মাণের জন্য খুঁটি পূজা করা হয়। পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা সম্পন্ন হয়।
খুঁটি পুজোর সময় আরএস বৈশ, মুকুল ভট্টাচার্য, প্রদীপ কুমার ধর, সজল রায়, বিএন মুখার্জি, অজিত দত্ত, বিএন পান্ডে, সমর মুখার্জি, এমএস চক্রবর্তী, দেবাশীষ বিরাট, আরএস তিওয়ারি, অনুপ মণ্ডল, সিডি ভার্মা, জেনেক্স এক্সোটিকা কমিটির সুহাস মুখার্জি , মহিলা সদস্য কাবেরী গোস্বামী, মাধবী দত্ত, গীতা ধর, লিলি রায়, ঈশানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়