জেনেক্স এক্সোটিকা সোসাইটিতে দুর্গাপূজার জন্য খুঁটি পূজা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের কুমারপুরে “জেনেক্স এক্সোটিকা সোসাইটি” – র দুর্গাপূজাকে সামনে রেখে পূজা প্যান্ডেল নির্মাণের জন্য খুঁটি পূজা করা হয়। পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা সম্পন্ন হয়।














খুঁটি পুজোর সময় আরএস বৈশ, মুকুল ভট্টাচার্য, প্রদীপ কুমার ধর, সজল রায়, বিএন মুখার্জি, অজিত দত্ত, বিএন পান্ডে, সমর মুখার্জি, এমএস চক্রবর্তী, দেবাশীষ বিরাট, আরএস তিওয়ারি, অনুপ মণ্ডল, সিডি ভার্মা, জেনেক্স এক্সোটিকা কমিটির সুহাস মুখার্জি , মহিলা সদস্য কাবেরী গোস্বামী, মাধবী দত্ত, গীতা ধর, লিলি রায়, ঈশানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
- Howrah – Anand Vihar Amrit Bharat Via Asansol साप्ताहिक को मिली मंजूरी
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল


