জেনেক্স এক্সোটিকা সোসাইটিতে দুর্গাপূজার জন্য খুঁটি পূজা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের কুমারপুরে “জেনেক্স এক্সোটিকা সোসাইটি” – র দুর্গাপূজাকে সামনে রেখে পূজা প্যান্ডেল নির্মাণের জন্য খুঁটি পূজা করা হয়। পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা সম্পন্ন হয়।




খুঁটি পুজোর সময় আরএস বৈশ, মুকুল ভট্টাচার্য, প্রদীপ কুমার ধর, সজল রায়, বিএন মুখার্জি, অজিত দত্ত, বিএন পান্ডে, সমর মুখার্জি, এমএস চক্রবর্তী, দেবাশীষ বিরাট, আরএস তিওয়ারি, অনুপ মণ্ডল, সিডি ভার্মা, জেনেক্স এক্সোটিকা কমিটির সুহাস মুখার্জি , মহিলা সদস্য কাবেরী গোস্বামী, মাধবী দত্ত, গীতা ধর, লিলি রায়, ঈশানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
- Asansol : कोर्ट में 15 महीने में ऐतिहासिक फैसला, नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा
- আসানসোল আদালতে মাত্র ১৫ মাসে নজিরবিহীন রায় ঘোষণা, মেয়েকে ধর্ষণ করে খুনে দোষী সাব্যস্ত বাবার মৃত্যুদন্ড
- আসানসোলের সাংসদের বিজেপিকে আক্রমণ, বাংলা ভাষার সমালোচক ও এসআইআর নিয়ে
- আসানসোলে ডিস্ট্রিক্ট লেবেল ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠক, সাংসদের উপস্থিতিতে শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা
- SAIL ISP कर्मी की दीघा में मौत