পুরনিগমের মাসিক বোর্ড বৈঠক, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি, পানীয়জল ও আলো নিয়ে আলোচনা কংগ্রেস কাউন্সিলারদের বয়কট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের পানীয়জল, আলো সহ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলরদের মাসিক বোর্ড বৈঠকে আলোচনা হলো। পুরনিগমের মুখোমুখি হলে এদিন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে এই বোর্ড বৈঠক হয়। বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও অন্য কাউন্সিলররা ছিলেন।
তবে সময় ” নাপছন্দ ” হওয়ায় এদিনের বোর্ড বৈঠক আসানসোল পুরনিগমের কংগ্রেসের কাউন্সিলাররা বয়কট করেন।
এই প্রসঙ্গে কংগ্রেস কাউন্সিলরদের তরফে গোলাম সরবর ও এস এম মুস্তাফা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার বেলা বারোটার সময় বোর্ড বৈঠক ডাকা হয়েছে। আর আমরা শুক্রবার বেলা সাড়ে বারোটার সময় নামাজ পড়তে যাই। আমরা বলেছিলাম এর আগে বা পরে বোর্ড বৈঠক ডাকা যেতে পারতো। আমরা বলেছিলাম। কিন্তু তা করা হয়নি। তা আমরা এই বৈঠক বয়কট বা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি।
এদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন বোর্ড বৈঠকে পানীয়জল, আলো সহ বিভিন্ন পুর পরিসেবা নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি করা হবে তার একটা রুপরেখাও ঠিক করা হয়েছে। অন্যদিকে এই মিটিং এ পুরো নিগমের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও কাউন্সিলরদের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়ে মেয়র বলেন কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটা সমীক্ষা হয়েছে, খুব শিগগিরই সেটা লাগু করা হবে কাউন্সিলের ভাতা নিয়ে আগে মাছের মিটিংয়ে আলোচনা হবে।
- जर्जर सर्विस रोड, टैंकर के धक्के से राहगीर की मौत, प्रदर्शन
- बस ने बाइक सवार को कुचला, मौत, हाइवे जामकर प्रदर्शन
- रेलकर्मी ने अस्पताल में की आत्महत्या, प्रताड़ना का आरोप, प्रदर्शन
- চাঁদা মোড়ে বাসের নিচে চাপা পড়লো বাইক চালক ঘটনাস্থলে মৃত্যু
- হাসপাতালে রেলকর্মীর আত্মহত্যা, মানসিক নির্যাতনের অভিযোগ, বিক্ষোভ