তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের উপর বিজেপির পোস্টের, বিতর্ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-বাংলা ঝাড়খণ্ড সীমানায় পশ্চিমবঙ্গের সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত মাইথন ড্যাম্পের রাস্তার উপর শৌচালয়ের দেওয়ালে দিন কয়েক আগে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সদস্য প্রার্থী গুড়িয়া দেবী, সমিতি প্রার্থী সীমা পান্ডে ও জেলা পরিষদের প্রার্থী মোঃ আরমানের নাম লেখা হয়।আর সেই লেখার উপর গতকাল রাতেই ঝাড়খণ্ডের কিছু বিজেপি কর্মীরা এসে বিজেপির একটি পোস্টের লাগিয়ে চলে যায়।আর তারপর থেকেই সৃষ্টি হয় এলাকা জুড়ে বিতর্ক।














তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী জানান তাদের লিখা দেওয়ালে রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের কিছু বিজেপির ছেলে লাগিয়ে যায়।বিজেপি এলাকাকে অশান্ত করতে চাইছে।তাতে তৃণমূল কংগ্রেস পা দেবে না।আমরা আইনি প্রক্রিয়াতে যাবো।এই নিয়ে পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে।আমরা আশ্বাস প্রশাসন সঠিক বিচার করবে।তবে এই বিষয়ে সালানপুর বিডিও অদিতি বসু জানান অভিযোগ পুলিশের কাছে এসেছে,আর তারপরেই সেই ব্যানারটি খুলে নেওয়া হয়।আগামী পর্যায়ে তদন্ত করে আইনি ব্যবস্থা করা হবে।
- Howrah – Anand Vihar Amrit Bharat Via Asansol साप्ताहिक को मिली मंजूरी
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল


