ASANSOLBengali NewsLatest

আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ, জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পোড়ানো হল আসানসোলে। আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও টিএমসির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি টিএমসি ছেড়ে বিজেপি বিজেপিতে যোগদান করার পরই আসানসোলের বিভিন্ন স্থানে টিএমসি বিক্ষোভ প্রদর্শন করে। তার এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে টিএমসির কর্মীরা আসানসোল শহরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারির কুশপুত্তলিকা পোড়ান। একই সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে ।

जितेन्द्र तिवारी का पुतला फूंका

ইউনিয়ন নেতা রাজু আহলুওয়ালিয়া বলেন, “হিটলার রাজ আসানসোল টিএমসিতে শেষ হল। ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তির নিশ্বাস বিরাজ করছে । দিদির ইতিমধ্যে বোঝা উচিত ছিল যে জিতেন্দ্র তিওয়ারি দলের ক্ষতি করছেন। তার দলত্যাগ কর্মী ও সমর্থকরা অত্যন্ত খুশি। টিএমসি আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হওয়ার জন্য লড়াই করবে। ২০২১ সালে দিদির সরকার আবার গঠিত হবে। আমরা মলয় ঘটকের নেতৃত্বে জেলার ৯ টির মধ্যে ৯ টি আসন জিতবো।”

Also Read विधायक कार्यालय पर कब्जा कर टीएमसी ने किया शुद्धिकरण

Leave a Reply