বার্নপুর ছাত্র যুব সংস্কৃতি পরিষদের উদ্যোগ, সাংসদের উপস্থিতিতে কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বার্নপুর ভারতী ভবনে ছাত্র যুব সংস্কৃতি পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানে মেধাবী কৃতি পড়ুয়াদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে প্রবীণ অভিনেতা আসানসোল সাংসদ শত্রুঘ্ন সিনহাকেও সম্মানিত করা হয়। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ।এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র শত্রুঘ্ন সিনহাকে সম্মাননা দেন। সাংসদ পরে মেধাবী কৃতি পড়ুয়া ও খেলোয়াড়দের পুরস্কৃত করেন।




জানা গেছে, বার্ণপুর ছাত্র যুব সাংস্কৃতিক পরিষদ ২০১২ সালে এই সম্বর্ধনা দেওয়া শুরু করে। এই বছর ২০ টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৩১ জন মেধাবী পড়ুয়া, ১৪ জন প্রশিক্ষক বা কোচ, খেলোয়াড় সহ প্রায় ২০০ জনকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে কয়েকটি ক্লাবকে ফুটবলও দেওয়া হয়। অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহা ও কাউন্সিলর অশোক রুদ্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সোহরাব আলি, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত ওরফে রানা অধিকারী, কাউন্সিলর শিখা ঘটক, অনুপ মাঝি, গুরমিত সিং, দিলীপ ওরাং, সোনা গুপ্তা, সীমা মন্ডল, শ্রাবণী বিশ্বাস, ডাঃ মনীশ ঝা, নরেশ আগরওয়াল প্রমুখ।
- পড়ুয়াদের স্কুল ব্যাগ ও মহিলাদের শাড়ি দিলো রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার
- धर्म को कभी राजनीति से अलग नहीं किया जा सकता : शंकराचार्य
- ITR दाखिल करने की तिथि बढ़ाई जाये : नरेश अग्रवाल
- আসানসোলের একাধিক এলাকা ঘন্টা কয়েকের বৃষ্টিতে জলের তলায়
- আসানসোলের পর দুর্গাপুর, পুজো কমিটিকে নিয়ে পুলিশ প্রশাসনের কো-অর্ডিনেশন মিটিং, অনুদানের চেক বিলি