মহিলা উদ্যোক্তাদের সংগঠন কনকধারার তরফে আসানসোলে জিএসটি সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:*
মহিলা উদ্যোক্তাদের একটি সংগঠন কনকধারা আজ আসানসোলের উষাগ্রাম এলাকায় অবস্থিত গুজরাটি ভবনে জিএসটি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে সংস্থার সাথে যুক্ত মহিলা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, যাদেরকে জিএসটি বিশেষজ্ঞদের দ্বারা জিএসটি নিয়ম সম্পর্কে অবহিত করা হয় যাতে আরও বেশি করে যে যথা সময়ে করতে পারেন। কনকধারা হল সাউথ বেঙ্গল ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহিলা শাখা। যাতে তারা তাদের ব্যবসা সুষ্ঠুভাবে করতে পারেন এই সংস্থার পক্ষ থেকে মহিলা উদ্যোক্তাদের জিএসটি তথ্য দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/06/IMG-20230627-WA0023-500x227.jpg)
ওই অনুষ্ঠানে আসানসোলের মেয়রের স্ত্রী ও কনকধারার চেয়ারপার্সন সুচিস্মিতা উপাধ্যায়, এসবিএফসিআই এর প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদক জগদীশ বাগরি, এসবিএফসিআই এর যুগ্ম-সচিব বিবেক বার্নওয়াল এবং জিগনেশ প্যাটেল, কনকধারার সভাপতি অঞ্জনা কৌর, সহ-সভাপতি পূজা উপাধ্যায়, সম্পাদক নবনীতা ব্যানার্জি,
সোনিয়া পচিসিয়া, ভাবনা প্যাটেল এবং প্রিয়াঙ্কা পারিখ, যুগ্ম সম্পাদক মনীষা আগরওয়াল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মধু ডুমরেওয়াল এবং আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।
যেখানে সিনিয়র যুগ্ম কমিশনার (রাজস্ব) বিধুভূষণ হীরা আসানসোল চার্জ, ডেপুটি কমিশনার (রাজস্ব) সুবীর কুমার ঘোষ আসানসোল চার্জ, সহকারী কমিশনার (রাজস্ব) আসানসোল চার্জ বিপ্লব রায় এবং জিএসটি-র সমস্ত সিনিয়র অফিসারের মতো
গণ উপস্থিত ছিলেন।
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम
- আসানসোলে ইসিএলের আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার