RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে নির্বাচনী প্রচার কে ঘিরে ঝামেলায় জড়ালো বিজেপি ও তৃণমূল

রাস্তায় বসে বিক্ষোভ বিধায়কের, তৃণমূল কর্মী সমর্থক কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , রানীগঞ্জ : ( Clash At Raniganj During Election Campaign ) রবিবাসরীয় প্রচারে উত্তেজনার ঘটনায় চাঞ্চল্য রানীগঞ্জে। বিজেপির নির্বাচনী প্রচারকে ঘিরে এই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল, রানীগঞ্জের রটিবাটি গ্রাম পঞ্চায়েতের এলাকায়। নির্বাচনী প্রচার কে ঘিরে ঝামেলায় জোড়ালো বিজেপি ও তৃণমূল। রবিবার বেলা বারোটা নাগাদ প্রচার কর্মসূচিতে আসে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক, সে সময়েই তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে এই কথা ছড়িয়ে পড়ে। এই বিষয়টি শুনেই ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযোগ সে সময় তৃণমূলের নেতা তথা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার দলবল তাকে আটকে তার করবি সমর্থকদের ও প্রার্থীদের মারধর করে বলে দাবি। পরে এই অভিযোগের প্রেক্ষিতেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই সময় বেশ কিছু জন তৃণমূল কর্মী সমর্থক কালো পতাকা দেখিয়ে, অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনায় মুহূর্তে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। যা নিয়ন্ত্রণে আনতে হাজির হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশের বিশাল বাহিনী।

এই সময় তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণে আনতে বিনোদ নুনিয়াও হাজির হন বলে দাবি। এদিকে বিজেপির কর্মী সমর্থকদের মারধরের, এই অভিযোগের বিষয় সরাসরি অভিযোগ খারিজ করে পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তার দাবি বাইরের থেকে দল বলে এনে বিজেপির কর্মীরা আমাদের কর্মীদের ওপর চড়াও হয়ে,তাদেরই মারধর করে, তাদের দলের ফ্লেক্স ছিড়ে দেয়। আর এর সাথেই বিজেপির কর্মীরা টিএমসি নেত্রীর বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালাগাল করলে, তৃণমূলের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে বলেই দাবি। এর সাথেই তিনি জানান, এই নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় লাভ করেছে, বেশ কিছু আসনে, তাই এই অংশে প্রচার করার মানেই হয় না। আর তারপরও শুধুমাত্র এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্যই বিজেপি এ ধরনের গন্ডগোল পাকাতে চাইছে, যা শুধু মিডিয়ার প্রচারের আলোয় আসার জন্যই করে চলেছে অগ্নিমিত্রা পাল বলেই দাবি করলেন বিনোদ নুনিয়া।


যদিও বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, তৃণমূলের নেতা বিনোদ নুনিয়া সে কুখ্যাত সমাজবিরোধী সে বহুবার আমাকে আটকেছে হেনস্থা করেছে, এবার সে আমাদের কর্মীদের মারধর করে এমনকি মহিলাদের সাথেও দুর্ব্যবহার করে এর সাথেই তার দাবি বিনোদ নুনিয়া নাকি বলেন তার এলাকায় কেউ প্রচার করতে পারবে না। এমনই নানা কথা বলেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নি মিত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *