সাহিত্য সন্ধ্যায় উন্মোচিত হল “দেখা নির্বাচিত ছোটগল্প”
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের আলোচনা সভাকক্ষে রবিবার এক মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় প্রকাশিত হল দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “দেখা নির্বচিত ছোটগল্প “। বিগত ২০ বছর ধরে প্রকাশিত পত্রিকা থেকে ৪৪ টি ছোটগল্প নিয়ে তৈরি করা হয়েছে
এবারের সংকলন । বাংলা সাহিত্য অঙ্গনে “দেখা” গল্প পত্রিকা আসানসোল থেকে প্রথম পথ চলা শুরু করে ২০০২ সালে। উদয়ন ঘোষ, কানাই কুণ্ডু, কুমার রাণা, অনিল ঘড়াই, মানব চক্রবর্তী, বীরেন শাসমল, দেবকুমার সোম, শীর্ষেন্দু দত্ত,কুমার অজিত দত্ত, শুভঙ্কর গুহ, স্বপন পাণ্ডা, অমিত সরকার, সমীরণ দাস, ঝুমুর পাণ্ডে সহ অন্যান্য লেখক ও সাহিত্যিকদের গল্প রয়েছে এই পুস্তিকায়। এদিনের অনুষ্ঠানে প্রথমেই প্রয়াত সাহিত্যিক মানব চক্রবর্তী ও কবি রঞ্জিত কুমার সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কবি বিকাশ গায়েন। সঙ্গীত পরিবেশন করেন কাকলি খান ভট্টাচার্য।




এদিনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে গ্রন্থ বা সংকলনের মলাট উন্মোচন করেন অলক হাজরা। গল্পকার উদয়ন ঘোষ নিয়ে আলোচনা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ছোট গল্প পাঠ করেন অর্ঘ্য চক্রবর্তী এবং স্বপন বিশ্বাস। মানব চক্রবর্তীর ‘উপন্যাস এবং গল্প নিয়ে আলোচনা করেন শুভম চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকাশ ঘোষাল। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের সাহিত্যপ্রেমী মানুষজনেরা।
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
- आसनसोल क्लब में मिशन हॉस्पिटल का निःशुल्क स्वास्थ्य कैंप
- আসানসোলে জুনিয়র স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা