ASANSOL-BURNPURNewsPoliticsWest Bengal

কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে অনশন ও সত্যাগ্রহ অবস্থান

বার্ণপুরে জেলা কংগ্রেসের অনশন ও সত্যাগ্রহ অবস্থান

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩১ অক্টোবরঃ আসানসোলের ইস্পাত নগরী বার্নপুর স্কপ গেটের কাছে কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী বিলের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে অনশন ও সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত জেলা কংগ্রেসের পক্ষ থেকে “অনশন ও অবস্থান সত্যাগ্রহ” হয়। একবারে শুরুতে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মুর্তিতে মাল্যদান করে কর্মসূচির সুচনা হয়।

অনশন ও সত্যাগ্রহ অবস্থান

জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি হরজিৎ সিং সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। কৃষক ও শ্রমিক বিরোধী বিলের প্রতিবাদে সাধারন মানুষের সই সংগ্রহ অভিযান হয়। যা সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগামীদিনে দেশের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে বলে জেলা কংগ্রেসের সভাপতি জানান।

Leave a Reply