ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, পিস্তল সহ তিন যুবক গ্রেফতার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পেয়েছে। জানা গেছে, রূপনারায়নপুর পুলিশের কাছে খবর আসে, রূপনারায়নপুর এলাকায় তিন যুবক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। তখনই পুলিশ চেকিং অভিযান চালিয়ে রূপনগর এলাকা থেকে তাল্লাশি চালিয়ে একটি ওয়ান সাটার পিস্তল, ও একটি বাইক সহ তিন যুবককে গ্রেফতারকরতে সক্ষম হয়। আটক তিন যুবক হলো যথাক্রমে বিকাশ হাড়ি (১৮ , জামুড়িয়া থানার তপসি শিব মন্দির এলাকার বাসিন্দা , রাহুল মহালি ২১ পিতা জিয়ারাম মাহালি, জামতারা গাইচাঁদ এর বাসিন্দা অন্য একজন হল রামকিশোর সিং 30 পিতা লছমন সিং ইউপি মকরনপুর এর বাসিন্দা ।




পুলিশ সূত্র অনুসারে জানাজায় তিন যুবক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করার খবর পুলিশের কাছে আসার পর তৎপর হয়ে উঠেন রূপনারায়নপুর ফাঁড়ির ওসি মইনুল হক । সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ অভিযানে নামানো হয়। চেকিং বসানো হয় বিভিন্ন এলাকায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে হারিসাডি যাওয়ার রাস্তায় রূপনগর এলাকা থেকে গ্রেফতার করে তিন যুবককে। তাদের কাছে থেকে উদ্ধার হয় একটি পিস্তল। এরপর তাদেরকে রূপনারায়নপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধৃত তিন যুবক এখানে এসে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মঙ্গলবার সকলকে আসানসোল আদালতে তোলা হবে।
- Asansol में बैंक आफ बड़ौदा द्वारा भविष्यत क्रेडिट कार्ड के आवेदनों पर परेशान करने के आरोप
- Asansol से सहरसा के लिए ट्रेन की मांग, सांसद को पत्र
- होलिका दहन हेतु डंडारोपण की पूजा
- স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে খোলা মুখ খানিতে বিক্ষোভ, বন্ধ কাজ
- শ্রীবালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে রিষড়া প্রেম মন্দির আশ্রমের সংযোগ : কল্যাণ চক্রবর্তী