“লক্ষী ভান্ডার” নিয়ে বিজেপিকে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যর
বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের তিন জেলা পরিষদ প্রার্থীদের সমর্থনে বুধবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকে তিনটি সভা করলেন তৃণমূলের মুখপাত্র তথা দলের আইটি ও সোশ্যাল মিডিয়ার সেলের রাজ্য ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ।
এদিন সকাল দশটায় পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়ের সমর্থনে প্রথম সভাটি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া হাটতলায় । অনুভা চক্রবর্তী ও সুনিতি মন্ডলের সমর্থনে পরের দুটি সভা হয় পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি এলাকা ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের দান্য ফুটবল মাঠে । তিনটি সভাতেই ভিড় ছিলো চোখে পড়ার মতো ।
তিনটি সভায় বক্তব্য রাখার সময় দেবাংশু ভট্টাচার্য তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পগুলির কথা । তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন । যার সুবিধা রাজ্যের প্রতিটি মানুষ পাচ্ছেন । দেশের অন্যান্য রাজ্য গুলি মমতার প্রকল্প গুলি নকল করে সেই রাজ্যে চালু করতে বাধ্য হচ্ছে এখন । এর থেকেই প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিচক্ষণ প্রশাসক । মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, অন্যরা সেটা পরে ভাবে। তার অন্যতম প্রমান হলো “লক্ষীর ভান্ডার”। এই প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দিচ্ছে । আগে বিরোধীদল গুলি, এই প্রকল্পের বিরোধিতা করে বলেছিল সরকারি কোষাগারের টাকার অপচয় করা হচ্ছে । গোটা দেশের মধ্যে একটা সরকারি প্রকল্পের জনপ্রিয়তা দেখে রাজ্যের বিজেপি নেতারা এখন পাল্টি খেয়েছেন। তারা পঞ্চায়েতের ভোটের প্রচারে বিজেপির নেতারা বলছেন, আমরা ক্ষমতায় এলে এই প্রকল্পে প্রতি মাসে ২০০০ টাকা করে দেব ।
এই সভাগুলোতে অন্যদের মধ্যে ছিলেন তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।