রূপনারায়নপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক
বেঙ্গল মিরর, কাজল মিত্র : রূপনারায়ণপুর ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক ঘটনাটি ঘটেছে রূপনারায়নপুরের আমডাঙ্গা মোর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে শুভ তেওয়ারি বয়স(25) এর ওই যুবক জেমারি গ্রামের বাড়ি থেকে ডিউটি যাওয়ার জন্য বেরিয়েছিলেন।সেই সময়ই আমডাঙ্গা মোড়ের কাছে সজোরে একটি ইলেকট্রিক পোলের মধ্যে ধাক্কা মারে ওই যুবকের গাড়ি।
তারপরে স্থানীয় বাসিন্দারা দেখে ছুটে আসে এবং তাকে তুলে নিয়ে গুরুতর জখম অবস্থায় পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সম্পর্কে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশকে জানায়। চিকিৎসকরা শুভ তেওয়ারিকে স্থানান্তরিত করে এইচএলজি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হলো না হসপিটালে যাওয়ার পথেই শুভ প্রাণ হারায়।এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।