আসানসোল ও বার্ণপুরের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা পুরনিগমের
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই ও আইসিএসই ৩৬২জন কৃতি পড়ুয়াদেরক সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল পুরনিগমের তরফে আসানসোল পুর এলাকার আসানসোল ( আসানসোল উত্তর বিধান সভা) ও বার্ণপুরের ( আসানসোল দক্ষিণ বিধান সভা) ৬৪ টি স্কুলের ২০২৩ এর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসিই ও আইসিএসইর ৩৬২জন কৃতি পড়ুয়াদেরক সম্বর্ধনা দেওয়া হয়। সোমবার সকালে এই উপলক্ষে আসানসোল রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও শিক্ষা দপ্তরের মেয়র পারিষদ সুব্রত ওরফে রানা অধিকারী, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মানস দাস. ইন্দ্রাণী মিশ্র সহ বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারী ও অন্যান্য কাউন্সিলররা। এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা।




মেয়র বিধান উপাধ্যায় সকল পড়ুয়াদের কাছে আবেদন করে বলেন, আসানসোলের সম্মান তাদের হাতে রয়েছে। তারা ঠিকঠাক পড়াশোনা যদি করে তাহলে তারাই আসানসোলকে উজ্জ্বল করে আসানসোলের এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষা দপ্তরের মেয়র পারিষদ বলেন, আগামী ১৯ জুলাই কুলটি ক্লাবে কুলটি পুর এলাকা ও ২৪ জুলাই রানিগঞ্জের আরএলএসপিএম কমিউনিটি হলে ( লায়ন্স ক্লাব) রানিগঞ্জ ও জামুড়িয়া পুর এলাকার কৃতি পড়ুয়াদেরকে সম্বর্ধনা দেওয়া হবে।