KULTI-BARAKAR

আসানসোল পৌর নিগমের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান


বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভা অন্তর্গত 22 টি বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক CBSC, ICSE,ISC র মোট ১২৭জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মান প্রদান করা হলো আজ বুধবার দুপুর 1টায় কুলটি ক্লাব প্রাঙ্গণে । আজকের অনুষ্ঠানটি আসানসোল পৌর নিগমের উদ্যোগে করা হলো।



যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী উপমহা নাগরিক ওয়াসিমুল হক , ও অভিজিৎ ঘটক সঙ্গে সেক্রেটারি শুভোজিত বসু ও অন্যান্য কাউন্সিলরগন।এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন amc র সেকেটারি ও চেয়ারম্যান সঙ্গে ডেপুটি মেয়র। তবে চেয়ারম্যান জানান আমাদের রাজ্যের আমার আমাদের জেলার ফল সেরকম ভাবে হচ্ছে না আরো বলা হওয়ার দরকার আমরা সব রকম ভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকছি কিন্তু আরেকটু ভালো রেজাল্টের প্রয়োজনীয়তা আছে

Leave a Reply