জটিল অপারেশনের পরেই সুস্থ মিঠু ঘাঁটি, বিজেপি ট্রেডার্স সেলের রাজ্য কনভেনরের সঙ্গে দেখা করলেন কুলটী বিধায়ক ড: অজয় পোদ্দার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
বিজেপির ট্রেডার্স সেলের রাজ্য কনভেনর মিঠু ঘাঁটি সম্প্রতি দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে একটি অপারেশন করিয়েছিলেন, তারপর থেকে তার আপকার গার্ডেনের বাড়িতে রয়েছেন। তাঁর অপারেশনের খবর শুনে কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার তাঁর বাড়িতে তাঁর সাথে দেখা করতে আসেন। তার সুস্থতার বিষয়ে জানতে চান।




পাঠকদের জ্ঞাতার্থে বলে রাখা ভাল অজয় পোদ্দার ও মিঠু ঘাঁটির সম্পর্ক বহু পুরনো। কুল্টির বিধায়ক তাঁর অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে এসে তাঁর সুস্থতার বিষয়ে খোঁজ খবর নেন।অপারেশনের দিন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছন এবং অপারেশনের মাত্র ২ ঘণ্টা পরেই বিধায়ক মিঠু ঘাটির সঙ্গে হাসপাতালেই দেখা করেন। মিঠু ঘাঁটি জানান যে বিধায়ককে হাসপাতালে দেখে তিনি খুব খুশি হওয়ার সঙ্গে সঙ্গে মনোবল বৃদ্ধি পেয়েছে ।
এর পাশাপাশি আরও অনেক পরিচিতজন ও শুভাকাঙ্খীরা তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। সেই শুভাকাঙ্ক্ষীরাও তাঁর জন্য বিভিন্ন তীর্থস্থানে তার দ্রুত সুস্থতা কামনা করে পূজা অর্চনা করেন এবং তার ফল স্বরূপ তিনি আজ সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। তিনি তার পরিচিত ও শুভাকাঙ্খী সকলকে ধন্যবাদ জানান।তিনি বলেন, শুধু তার দলই নয় অন্যান্য দলের বড় নেতারা তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।তিনি তাদেরও ধন্যবাদ জানান।